সাতকানিয়া উপজেলায় বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্্িরকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে টাইম ক্যাফে রেস্টুরেন্ট আনন্দ ফার্ণিচার ও সান বেকারিকে জরিমানা করেন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে টাইম ক্যাফে রেস্টুরেন্টকে ১ লক্ষ ৩০ হাজার টাকা আনন্দ ফার্ণিচারকে ২০ হাজার টাকা ও সান বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক উপস্থিত ছিলেন। জানা যায় টাইম ক্যাফে রেস্টুরেন্ট ও সান বেকারী নোংরা পরিবেশে খাবার তৈরী করে মানুষের মাঝে বিক্রি করে আসছে। এলাকার মানুষ তাদের খাদ্য খেয়ে পেটের নানা পীড়ায় ভোগছে। এ খবর তিনি পেয়ে এঅভিযান পরিচালনা করেন। কিন্তু ভ্রাম্যমান আদালত পরিচালনা আগে স্যানিটারি পরিদর্শক পচাঁবাসি ও অস্বাস্থকর খাদ্য বিক্রি না করার জন্য বারণ করেছিলেন। তার কথা এসব অর্থ লোভী ব্যবসায়ী পাত্তা দেয়নি। ফলে তিনি এ অভিযান পরিচালনা করেন। এতে যেমন মানুষ সুস্বাস্থ্য থাকবেন তেমনি সরকারী কোষাগারে অর্থ জামা হতে সহায়ক হবে। তাছড়া তারা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন করতেদ্বিধা বোধ ও শংকা করবেন। সূত্রমতে একজন দেশপ্রেমিক মানুষ না হলে মানুষের স্বার্থ সংরক্ষনের এ দায়িত্ব পালন করা সম্ভব হয় না। তিনি যোগদান করার তিন মাসের মাথায় স্বাস্থ্যবিধি অমান্য অবৈধভাবে বালুউত্তোলন ওমাটি কাটায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ৩২৫টি মামলা ও ১৪ লাখ টাকা জরিমানা আদায় করেন। যে অভিযানে এলাকার লোকজন স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাসের সুযোগ পাবে। তার অভিযানে এলাকার মানুষ প্রশংসার দাবি রাখে।










