বোয়ালখালীতে ২১ কেন্দ্রে ভোট ডাকাতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
বোয়ালখালীতে উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ২১ কেন্দ্রে ভোট ডাকাতির অভিযোগ তুলেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের সুজন। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলায়তনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় লিখিত বক্তব্যের মাধ্যমে ২১ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়ে তিনি বলেন, সকাল থেকে বোয়ালখালীতে সুষ্ঠু নির্বাচন হলেও দুপুরের পর পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়, কধুরখীল পাঠান পাড়া প্রাথমিক বিদ্যালয়, আজিজিয়া সুন্নীয়া মাদ্রাসা, বশরত নগর প্রাথমিক বিদ্যালয়সহ ২১ কেন্দ্রে অবৈধভাবে ব্যালটে সিল মেরে বিজয় ছিনিয়ে নিয়েছে নৌকার প্রার্থী।
তিনি আরো বলেন, এ অভিযোগ আমার একার নয় যেসব প্রার্থী নির্বাচন করেছেন তাদের সকলের। আমরা তাই ২১টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা আ. লীগের সভাপতি আহমদ হোসেন, ভাইস চেয়ারম্যান পদের তিন প্রার্থী সেলিম উদ্দীন, এম এম নুরুল কবির করিম ও রিদুয়ানুল হক টিপু, মহিলা ভাইস চেয়ারম্যান পদের দুই প্রার্থী সুপর্ণা ভঞ্জ ও বর্তমান ভাইস চেয়ারম্যান সাহেদা আকতার শেফু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও নাগরিক কমিটির সভাপতি আবুল বশর প্রমুখ।