শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ২০ জুন রবিবার সকালে দেশ ব্যপী ভুমিহীন পরিবারের জন্য নির্মান করা ঘর প্রধান মন্ত্রী শেখ হাসিনা আনুষ্টানিক ভাবে ভিডি ও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করার পর উপজেলা প্রশাসন কতৃক নির্মান করা ৪শত ৮৮ টি নব নির্মিত ঘরের চাবী ও জমির দলিল উপকার ভোগীদের মধ্যে হস্তান্তর করেন । ভুমিহীন পরিবারের জন্য নির্মান করা ঘর উদ্বোধনী অনুষ্টান উপলক্ষে রাউজান উপজেলা পরিষদ হলে প্রধান মন্ত্রীর ভিডিও কনফারেন্সের সাথে যুক্ত হয় রাউজান উপজেলা । প্রধানমন্ত্রীর আনুষ্টানিক ঘোষনার পর ৪শত ৮৮ জন ভুমিহীন পরিবারের মধ্যে ঘরের চাবী ও ২শতক জমির দলিল হস্তান্তর করা হয়। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্টিত ঘরের চাবী ও জমির দলিল হস্তান্তর অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল,রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি অতিশ দর্শী চাকমা, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন, রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী,চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, প্রিয়তোষ চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, আব্বাস উদ্দিন আহম্মদ, সাহাবুউদ্দিন আরিফ, আবদুল জব্বার সোহেল, রোকন উদ্দিন,তসলিম উদ্দিন চৌধুরী, বাবুল মিয়া, পৌর কাউন্সিলর বশির উদ্দিন খান, শওকত হাসান চৌধুরী, জানে আলম জনি, এডভোকেট সমীর দাশ গুপ্ত, এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন সহ রাউজান উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ।, সরকারী উদ্যোগের পাশাপাশি রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী জমি আছে ঘর নেই এই সব পরিবারের সদস্যদের ৫০টি সেমি পাকাঘর, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল ২টি সেমি পাকাঘর, রাউজান অফিসার্স ক্লাব ১টি সেমিপাকাঘর, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি -২- ১টি সেমি পাকাঘর নির্মান করে দেওয়ার কথা প্রধান মন্ত্রীর ভিডিও কনফরেন্সে উল্লেখ করেন ।











