বিয়ের পিঁড়িতে বসা হলো না মেরিন জাহানের

চন্দনাইশ উপজেলার ইফতেখার আহমেদ এর সঙ্গে আংটি বদল হয়েছিল মেরিন জাহানের (২০)। কিন্তু বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।

রোববার (২৪ মার্চ) রাত ১২টার দিকে পতেঙ্গার বোট ক্লাব এলাকায় সড়ক দুর্ঘসটনায় প্রাণ হারান ওই তরুণী।

মেরিন জাহান চান্দগাঁও আবাসিক এলাকার ৩ নম্বর ব্লকের ৯ নম্বর রোডের ২১৫ নম্বর বাড়ির আবুল কালামের মেয়ে।

ওইদিন রাতে হবু বর ইফতেখারের সঙ্গে প্রাইভেট কারে করে পতেঙ্গা সৈকত এলাকায় ঘুরতে বের হয়েছিলেন। সেখান থেকে বাসায় যাওয়ার পথে পতেঙ্গা বোট ক্লাব এলাকায় কারটি আইল্যান্ডে উঠে যায়। এতে হবু বর ইফতেখার ও মেরিন জাহান আহত হন।

পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মেরিন জাহানকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, রাত সাড়ে ১২টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হবু বর বেঁচে গেলেও মেরিন জাহানকে বাঁচানো যায়নি