লোহাগাড়া উপজেলা নির্বাচন ৩১ মার্চ

ব্যালট পেপার জটিলতায় স্থগিত হওয়া লোহাগাড়া উপজেলা নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।৩১ মার্চ (রোববার) এ উপজেলায় ভোটগ্রহণ হবে।
এর আগে শুক্রবার (২২ মার্চ) এক বিজ্ঞপির মাধ্যমে নির্বাচন স্থগিতাদেশ দেয় ইসি।
রোববার (২৪ মার্চ) লোহাগাড়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খানবলেন, ইসির নির্দেশনা অনুযায়ী নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, রিটার্নিং কর্মকতার কার্যালয়ে যাচাই-বাছাইয়ে এক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। পরে হাইকোর্টে রিট করলে মনোনয়ন ফিরে পান ওই প্রার্থী। সে অনুযায়ী ব্যালট পেপারও ছাপানো হয়েছে। কিন্তু হাইকোর্টের আরেক আদেশে ওই প্রার্থীর মনোনয়ন ফের বাতিল হলে জটিলতা সৃষ্টি হয়।