চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন মিথ্যা মামলায় জেল খেটে চট্টগ্রাম কারাগার থেকে জামিনে মুক্তিলাভ করায় মোহরা ৫ নং ওয়ার্ড় বিএনপির পক্ষ থেকে রবিবার (২৩ মে) বিকেলে নগরীর বাদশা মিয়া সড়কস্থ ডা. শাহাদাত হোসেনের বাসভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং কারামুক্তি সংবর্ধনা দেন।
এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ডা. শাহাদাত হোসেন বলেন, দেশে করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকেই আমরা
কর্মহীন অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়ে আসছি। বিএনপি জনগনের দল হিসাবে সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। তিনি সমাজের সকল বিত্তশালী মানুষকে নিজের অবস্থান থেকে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের প্রতি সদয় হওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন চাঁন্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন খান, সদস্য মো. মানিক চৌধুরী, মহানগর যুবদলের সি. যুগ্ন সম্পাদক মোশাররফ হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো. ইলিয়াস, আনিসুর রহমান ইমন, মোহরা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান পাভেল, চান্দগাঁও থানা যুবদলের যুগ্ন আহবায়ক বাবর উদ্দিন, আলী আসমান, সাবের আহমদ, মো. মাসুম, মোহরা ছাত্রদলের অর্থ সম্পাদক রবিউল হোসেন রবি, মো. রিয়াজ, বাপ্পা, চান্দগাঁও থানা যুবদলের সদস্য মো. আরিফ, মো. জুয়েল, মো মাসুদ, আবদুর রহমান, মো. মামুন প্রমূখ।