ট্রাকের পেছনে পিকাপের ধাক্কা ঘটনাস্থলেই চালক হেলপার নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:: মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা এলাকায় সড়ক দুর্ঘটনায় পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছে। রবিবার (২৩ মে) ভোর সাড়ে ৫টায় আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই এ প্রাণহানি ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করেছে। নিহতরা হলো কক্সবাজার জেলার পেকুয়ার গাড়ির চালক মো. তৌহিদ (৩০) ও হেলপার রুবেল (২৫)। মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, বারইয়ারহাট পৗরসভা এলাকার জোরারগঞ্জ থানার সামনে ভোরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে নিহত দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।