স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্থার শিকার হয়ে আটক প্রথম আলো সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম জামিন পেয়েছেন। আজ রবিবার (২৩ মে) সকাল পৌনে ১১টায় ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহের ভার্চ্যুয়াল আদালত এই আদেশ দেন।
রোজিনার পক্ষে নিয়োজিত আইনজীবি আইনজীবী এহসানুল হক সমাজী গণমাধ্যমকে জামিন মঞ্জুরের বিষয়াট নিশ্চিত করেন।
পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তিনি জামিন পেয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।
আদালতে জামিননামা পৌছলে বিকালে মধ্যে তিনি কারাগার থেকে মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন তার আইনজীবি।
অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে স্বাস্থ্যসেবা বিভাগ অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট আইনে রোজিনার বিরুদ্ধে মামলা করেছিল।
এর আগে গত বৃহস্পতিবার (২০ মে) আসামি রোজিনা ইসলামের পক্ষে তাঁর আইনজীবী এহসানুল হক সমাজী ও প্রশান্ত কুমার কর্মকারসহ আইনজীবীরা জামিন শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আদেশ রবিবার দেবেন বলে জানান।