কায়সার হামিদ মানিক,উখিয়া।
ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও স্বর্ণসহ হাসিনা খাতুন (৪৯) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। বুধবার (১৯ মে) বিকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এই মহিলাকে আটক করা হয়েছে। সে রোহিঙ্গা ক্যাম্প-২ এর আবু তাহেরের স্ত্রী।
উখিয়া থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ জানান, পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই মহিলাকে আটক করেছে। এসময় তার হেফাজত থেকে দুই হাজার পিস ইয়াবা, ইয়ারা বিক্রির নগদ ৪০ হাজার ৭০০ টাকা, এক ভরি ওজনের চারটি স্বর্ণের আংটি, ৭ ভরি ওজনের একটি স্বর্ণের চুড়ি এবং ৭০ টি খালি মাদক বিক্রির জিপার লক প্যাকেট উদ্ধার করা হয়েছে। আটক আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।