কিশোরীর মরদেহ উদ্ধার

বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের কুতুবখালী এলাকা থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ মে) দুপুর পৌনে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।

ওই কিশোরীর নাম হালিমা আক্তার (১৬)।তার বাড়ি কুতুবখালী এলাকায়। ঈদের দিন বিকাল থেকে নিখোঁজ ছিল হালিমা। 

বাঁশখালী থানার ওসি সফিউল কবির জানান, শুক্রবার (১৪ মে) বিকালে আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে হালিমা নিখোঁজ ছিল। শনিবার (১৫ মে) স্থানীয় লোকজন ছড়া খালের পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।