‘ফিলিস্তিনের উপর অত্যাচার উপেক্ষা করে অন্যসব অত্যাচারী সরকার বা অন্যায়ের প্রতি নিন্দার মানে নেই’

নতুন করে আবারো ফিলিস্তিনিদের উপর দখলদারি ইসরায়েলের হামলার প্রতিবাদে সরব হয়েছেন পশ্চিমা জগতের অনেক নামিদামি তারকাও। তাদের মধ্যে রয়েছেন দুই বিখ্যাত আমেরিকান মডেল জিজি হাদিদ এবং বেলা হাদিদ।

অনেকেই জানেন জিজি হাদিদ এবং বেলা হাদিদ আপন বোন। এছাড়া তারা ফিলিস্তিনি বংশদ্ভূতও। তাদের বাবার নাম মোহাম্মদ হাদিদ। হালের তুমুল জনপ্রিয় দুই মডেল জিজি এবং বেলা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে ইন্সটাগ্রামে সরব হয়েছেন।

জিজি হাদিদ ইন্সটাগ্রামে এই লেখাটি পোস্ট করেছেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েঃ

‘ফিলিস্তিনিদের উপর অত্যাচারকে উপেক্ষা করে জাতিগত সাম্য, এলজিবিটি এবং নারী অধিকারের প্রতি সমর্থন জানানো যায় না; দুর্নীতিবাজ, অত্যাচারী সরকার এবং অন্যান্য অন্যায়ের নিন্দা জানানো যায় না। এসবের কোন মানে হয় না।

কার মানবাধিকার রক্ষা করা বেশি প্রয়োজন তা আপনি বাছাই বা ঠিক করতে পারেন না।’

বেলা হাদিদের একটি পোস্টে লেখা ছিলঃ

‘কেউ যদি মনে করে এতোদিন ফিলিস্তিনিরা ভালোই ছিল, তাহলে সে আসলে কিছুই জানে না।’।