ঈদ মানে

সালেহ বিপ্লব

ঈদ মানে চাঁদরাতে
কী যে ভিড় সেলুনে!
ঈদ আসে সক্কালে
বাঁশিঅলা বেলুনে।

ঈদ মানে ঈদগাহে
হাত ধরে বাবাটার
চকচকে সালামিতে
ঈদ হতো কী মজার!

ঈদ মানে মার হাতে
রকমারি রান্না,
বড়ো হলে বুড়ো হলে
ঈদ মানে কান্না।