ঈদ উপলক্ষে দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে কাপড় ও খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী।
মঙ্গলবার (১১ মে) কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের তত্ত্বাবধানে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় ৮০০ দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গী, পাঞ্জাবিসহ বিভিন্ন বয়সের বাচ্চাদের ঈদের পোশাক বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপআির)।
এইদিন নারায়ণগঞ্জের পাগলায় ৪০০ পরিবারের মধ্যে এবং নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের তত্ত্বাবধানে স্থানীয় ৫০০ দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় করোনার এমন পরিস্থিতি মোকাবেলায় নৌসদস্যরা সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে যা দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।