চট্টগ্রাম বন্দরের ৮ হাজার শ্রমিক কর্মচারীকে আর্থিক প্রণোদনা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
মঙ্গলবার (১১ মে) নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) জেটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান এ কার্যক্রমের সূচনা করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বন্দরের কর্মীদের কর্মস্পৃহা উজ্জীবিত রাখতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের উদ্যোগ আর্থিক প্রণোদনা ও খাদ্য সামগ্রী প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। বন্দরে কর্মরত ৮ হাজার শ্রমিক কর্মচারীকে ১ হাজার ৫০০ টাকা হারে আর্থিক প্রণোদনা ও খাদ্যসামগ্রী ( চাল, ডাল, চিনি ও সয়াবিন তেল) পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
প্রধান অতিথি মহামারিকালীন ২৪ ঘণ্টা ৭ দিন কাজ করে বন্দরকে সচল রাখার জন্য শ্রমিকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, দেশের অর্থনীতি এগিয়ে যাওয়ার পেছনে এই শ্রমিকদের অবদান অনস্বীকার্য।
তিনি প্রধানমন্ত্রীকে শ্রমিকবান্ধব উল্লেখ করে এধরনের প্রণোদনার সিদ্ধান্তের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
বন্দর চেয়ারম্যান শ্রমিকদের করোনা মহামারিতে সব ধরনের সতকর্তা অবলম্বন; বিশেষ করে সার্বক্ষণিক মাস্ক পরার অনুরোধ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দরের সদস্য (অ্যাডমিন অ্যান্ড প্ল্যানিং) মো. জাফর আলম, সদস্য (প্রকৌশল) কমডোর এম নিয়ামুল হাসান, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফজিুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, সাইফ পাওয়ারটেক লিমিটেডের সিওও ক্যাপ্টেন তানভীর হোসাইন , চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিবিএর সাধারণ সম্পাদক, বার্থ অপারেটর ও শিপ হ্যান্ডলিং অপারেটর, শ্রমিক প্রতিনিধি প্রমুখ।