মোহরা ওয়ার্ড বিএনপি’র খাদ্য সামগ্রী বিতরণ

করোনা মহামারীর দুর্যোগময় পরিস্থিতিতে খেটে খাওয়া অসহায় মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে চাঁদগাও থানা বিএনপির সদস্য মো. মানিক চৌধুরীর উদ্যোগে মঙ্গলবার (১১ মে) বিকালে মোহরা কামাল বাজার এলাকায় নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় তিনি বলেন, যে কোন দুর্যোগ মুহুর্তে জনগনের দল হিসিবে বিএনপি নেতাকর্মীরা মানুষের পাশে থাকে। করোনাকালে চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ড়ে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত আছে। তিনি সমাজের বিত্তশালী ব্যক্তিদেরও হতদরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সি. যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, মোহরা ওয়ার্ড় বিএনপি’র সহ সভাপতি মো. জসিম উদ্দীন, হায়দার আলী, জাহাঙ্গীর আলম, চান্দগাও থানা যুবদলের যুগ্ম আহবায়ক সাবের আহম্মেদ, আলী আসমান, মো. মহিউদ্দিন, মো. রোকন উদ্দীন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো. ইলিয়াস, জাহাঙ্গীর আলম বাবলু, আনিসুর রহমান ইমন, ওয়ার্ড ছাত্রদলের সাধারন সম্পাদক সাইনুর আহমেদ পাভেল, চান্দগাও থানা ছাত্রদল নেতা মো. পারভেজ, রবিউল হোসেন চৌধুরী, কুয়াইশ কলেজ ছাত্রদলের ২য় বর্ষের সভাপতি মো. রিয়াজ, সহসভাপতি বাপ্পা, ছাত্রদল নেতা আরমান, রিছান, রাকিব, সাকিব, সায়মন, রিমন প্রমূখ।