চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু

চকবাজার ফুলতলা সানোয়ারা ভবনে বিদ্যুৎস্পৃষ্টে রনি দে (৪০) মারা গেছেন।

মঙ্গলবার (১১ মে) সকালে বাবুল স্টোরের দ্বিতীয় তলার ছাদ পরিষ্কার করতে গেলে বিদ্যুতের তার পায়ে লেগে অজ্ঞান হয়ে যান তিনি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, বাবুল দে’র ছেলে রনি দে’কে সকাল সোয়া ১০টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।