প্রয়াত ছাত্রদল নেতা আরিফ এর পরিবারের জন্য ঈদ উপহার

হাটহাজারী পৌরসভা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক প্রয়াত আরিফ এর পরিবারের সদস্যদের ও আরিফের ছোট এতিম সন্তানদের জন্য ঈদ উপহার, খাদ্য সামগ্রী প্রদান করেছে কয়েক জন ছাত্র নেতা।

ব্যাক্তিগত অর্থায়নে ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রনেতা রায়হান উদ্দিন, জিয়াউদ্দিন মিজান, আবু মনছুর, নুরুদ্দিন, আব্দুর রহিম, জুয়েল দীপ্ত, সাজ্জাদ হোসেন জনি, রকিব এ উদ্যোগ গ্ৰহন করে নিজেরাই তা পৌঁছে দেয়।

জিয়াউদ্দিন মিজান বলেন আমরা দের বিবেকের তাড়নায় এ কাজটি করলাম। সবারই উচিত সংগঠনের প্রয়াত, অসহায়, অসুস্থ কর্মীদের পাশে দাঁড়ানো।