ঈদগাঁওতে অপহৃত দুই চাষি উদ্ধার

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজার সদরের ঈদগাঁও থেকে ফের অপহৃত দুই চাষিকে অপহরণের ১২ ঘন্টার পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তারা হলো- ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা এলাকার ফয়েজুর রহমানের পুত্র মুজিবুর রহমান ও আবদু সালামের ছেলে আবদু শুক্কুর।

৮ মার্চ দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে ভাদিতলার পুর্বে একটি পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, মজিবুর রহমান ও আবদু শুক্কুর পাহাড়ের পাশে ধান চাষের জমির পাশে টং ঘরে অবস্থান নেয়। এ সময় ১০/১২ জনের অপহরণকারী চক্রের সদস্য তাদের অস্ত্রের মুখে তুলে পাহাড়ে দিকে ঢুকে পড়ে। খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের নির্দেশে এএসআই লিটনুর রহমান জয়, এসএসআই জামাল উদ্দীন সঙ্গীয় একদল ফোর্স দ্রুত পাহাড়ে ঢুকে পড়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গহীন জঙ্গলে তাদের রেখে পালিয়ে যায় অপহরন চক্রের সদস্যরা। পরে অপহৃতদের উদ্ধার করে তদন্ত কেন্দ্রের হেফাজতে নিয়ে আসে।
উল্লেখ্য,গত জুমাবার রাতে একই ইউনিয়নের ভোমরিয়া ঘোনা সাততারা নামক স্থান থেকে অপর দুই শ্রমিক আবু তালেব ও আবু শামা অপহৃত হয়। এখনো তাদের সন্ধান পায়নি পরিবার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবারও অপহরনকারী চক্রের সদস্যরা একের পর এক অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে অজানা আতংক বিরাজ করছে।