চতুর্থ উইকেট জুটিতে ১০০ রান করে বাংলাদেশি বোলারদের চাপ বাড়িয়েছেন এনক্রুমাহ বোনার ও কায়েল মায়ার্স। ৩৯৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা উইন্ডিজরা দ্বিতীয় ইনিংসে লড়ছে।
রোববার (০৭ ফেব্রুয়ারি) এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৬৩ রান করেছে ক্যারিবীয়রা। এনক্রুমাহ বোনার ২৬ ও কায়েল মায়ার্স ৭৪ রানে অপরাজিত রয়েছেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪৩০ রান করেছিল। জবাবে ২৫৯ রানে অলআউট হয় সফরকারীরা। পরে টাইগাররা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২২৩ রানে ইনিংস ঘোষণা করে।