মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ২৭১৯। কর্মকর্তারা বলছেন, উদ্ধার প্রক্রিয়া অব্যাহত থাকায় এই সংখ্যা ৩০০০ ছাড়িয়ে যেতে পারে। গত শুক্রবার ৭.৭ মাত্রার ভূমিকম্পে দেশটিতে হাজার হাজার মানুষ আহত হয়েছেন। নিখোঁজ আছেন অনেকে। যুদ্ধবিধ্বস্ত দেশটির সামরিক জান্তা মিন অং হ্লাইং মঙ্গলবার টেলিভিশনে দেয়া ভাষণে বলেছেন, কমপক্ষে ৪৫২১ জন আহত হয়েছেন। নিখোঁজের সংখ্যা কমপক্ষে ৪৪১। ওদিকে ভয়াবহভাবে খাদ্য সংকটের পূর্বাভাস দিয়েছে ত্রাণ বিষয়ক সংগঠনগুলো। সেখানে মঙ্গলবার এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মান্দালয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়কের অফিস থেকে বলা হয়েছে একটি প্রি-স্কুল ধসে তাতে নিহত হয়েছে ৫০টি শিশু ও তাদের দু’জন শিক্ষক। মান্দালয় থেকে ইন্টারন্যাশনাল রেসক্যু কমিটির একজন কর্মী বলেছেন, ভূমিকম্পের আঘাত থেকে বেঁচে থাকা মানুষগুলো এখন খোলা আকাশের নিচে। তারা আফটার শকের আশঙ্কা করছেন। এ অবস্থায় দুর্গত এলাকায়, বিশেষ করে যেসব অঞ্চলকে নিয়ন্ত্রণে রাখা হয়েছে সেখানে বাধাহীনভাবে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।