চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১০

উপজেলা প্রতিনিধি:: চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে। বুধবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচ জন পুরুষ, তিন জন নারী ও দুইটি শিশু। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা বলেন, ‘কক্সবাজারগামী বাসের সঙ্গে চট্টগ্রাম শহরমুখী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন।’

দুর্ঘটনার পর আহত চার জনের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুই জন ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজনের নাম দিলীপ। তিনি ঝিনাইদহের বোয়ালিয়া এলাকায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, এর আগে ঈদের দিন সকালে একই স্থানে দুই বাসের সংঘর্ষে ৫ জন নিহত হন। দুর্ঘটনাস্থলের পাশেই একটা বিপজ্জনক বাঁক রয়েছে। অন্য এলাকার চালক হলে এটা কতটুকু বিপজ্জনক বুঝতে পারেন না।