অমর একুশে বইমেলায় বর্ধিত শুক্র ও শনিবার

অমর একুশে বইমেলায় বর্ধিত দুইদিনের মধ্যে আজ শুক্রবার (১ মার্চ) তারুণ্য উৎসব ও শনিবার (২ মার্চ) পেশাজীবী সম্মিলন অনুষ্ঠিত হবে।

প্রাকৃতিক প্রতিকূলতায় ক্ষতিগ্রস্ত প্রকাশক, লেখক ও পাঠকদের কথা বিবেচনা করে মেলার প্রধান পৃষ্ঠপোষক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন শনিবার পর্যন্ত মেলার সময় বৃদ্ধির সিদ্ধান্ত দেন।

মেলা কমিটির উপদেষ্টা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আবু সাঈদ সরদার জানান, যেহেতু ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধের সংগ্রামকে পল্লবিত করে সেহেতু একুশ মেলার বর্ধিত এই দুইদিনে মেলামঞ্চে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক আলোচনা হবে।

মেলা মঞ্চে শুক্রবার (১ মার্চ) ছুটির দিনে বিকেল চারটায় ‘মুক্তিযুদ্ধ, অদম্য বাংলাদেশ: তারুণ্যের ভাবনা’ শীর্ষক আলোচনা, আবৃত্তি ও ছড়াপাঠ এবং যাদু প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

শনিবার (২ মার্চ) বিকেল চারটায় ‘মুক্তিচেতনা : ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও প্রগতির পদযাত্রা’ শীর্ষক আলোচনা, কবিতা ও ছড়াপাঠ হবে পেশাজীবী সম্মিলনে। পাঠক, লেখক, প্রকাশকসহ আগ্রহীদের এ কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।