কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম এ.কে.এম মোজাম্মেল হকের কনিষ্ঠ পুত্র কায়সারুল হক জুয়েল আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন। শনিবার আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাকে এ মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে বলে পৌর আওয়ামীলীগৈর সাংগঠনিক সম্পাদক হাসান মেহেদী রহমান নিশ্চিত করেছেন।