চট্টগ্রাম নাগরিক ফোরামের ভার্চুয়াল সভায় বক্তরা
অতীতের মতো চট্টগ্রামের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে চট্টগ্রাম নাগরিক ফোরাম কাজ করে যাবে। এ লক্ষ্যে চট্টগ্রাম নাগরিক ফোরামের কার্যক্রমকে আরো গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ হবে।
ফোরামের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত গতকাল ৭ অক্টোবর ২০২০ চট্টগ্রাম নাগরিক ফোরামের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিবাসী আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার মনোয়ার হোসেন। ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের ভাইস চেয়ারম্যান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহরিয়ার খালেদ, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ডেনিস্ট সোসাইটির সহ-সভাপতি ডা. শেখ মো. জাহেদ, ব্যাংকার এনামুল হক, মির্জা ইমতিয়াজ, এ.জি.এম. জাহাঙ্গীর আলম, মো. ইলিয়াস, তছলিম খাঁ, তন্দ্রা বড়ুয়া, কানিজ ফাতেমা লিমা, কাউসার ফারুখ ও মো. কাইছার। সভায় আগামী সোমবার বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে নারী নির্যাতন বিরোধী মানববন্ধন করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং জেলার প্রতিটি থানায় নাগরিক ফোরামের কমিটি করার প্রস্তাব গৃহীত হয়।