ফ্রেন্ডস এসোসিয়েশন অফিসে নব নির্বাচিত কমিটিকে বরণ

ফ্রেন্ডস এসোসিয়েশন অফিসে নব নির্বাচিত কমিটিকে কেক কেটে, ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।

ফতেয়াবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় ১৯৯৯-২০০০ ইং ব্যাচের প্রাক্তন ছাত্রদের সংগঠন ফ্রেন্ডস এসোসিয়েশন এর কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) ফ্রেন্ডস এসোসিয়েশন ফতেয়াবাদ কলেজ রোড কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সমিতির সদস্যবৃন্দ এবং সদ্য বিদায়ী কমিটি নির্বাচিত কমিটিকে কেক কেটে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।

শপথ বাক্য পাঠ করার পর কমিটির সবাই নিজ নিজ অনুভূতি প্রকাশ করেন এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।
সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে, হত দরিদ্রদের পাশে দাঁড়িয়ে, গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে এসোসিয়েশনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য,গত ২৫ সেপ্টেম্বর সাধারণ সভায় ১৫ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। কার্যকরী কমিটির সদস্যরা হলেন মোহাম্মদ ইকবাল, অমর রায় মালাকার, মোরশেদুল আল্ম পাপ্পু, রবিউল আলম রবি, নাজিম উদ্দীন, আব্বাস আলী টিটু শেখ গিয়াসউদ্দিন, জাহেদ পারভেজ চৌধুরী, গাজী আলমগীর টিটু, মোহাম্মদ সোলাইমান, আলাউদ্দিন সোহেল, রাজিব বিশ্বাস, হাসনাত খান, মোহাম্মদ শামীম, মাসুদ পারভেজ।

আলী আজগর রিগ্যান এর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠান সঞ্চালিত হয়। সমিতির সদস্য শাহেদ খান এর সৌজন্যে প্রীতিভোজ এর মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।