৩০ সেপ্টেম্বর ২০২০ চট্টগ্রাম মহানগরীর ষোলশহর ২নং গেটস্থ নগরীর কর্ণফুলী কমপ্লেক্স বাজার বাজার সমিতির কার্যালয়ে ভোক্তা বান্ধব বাজার প্রতিষ্ঠায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কর্নফুলী কমপ্লেক্স বাজার সমিতির সভাপতি ইয়াকুব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্, ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান, ক্যাব পাচলাইশ থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, ক্যাব ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড সভাপতি অধ্যাপক এবিএম হুমায়ুন কবির, সাধারন সম্পাদক আখতার হোসেন স্বপন, ক্যাব চট্টগ্রামের ফিল্ড কোঅর্ডিনেটর তাজমুন্নাহার হামিদসহ কর্নফুলী কমপ্লেক্স বাজার সমিতির নেতৃবন্দ।
