মোগলটুলী এলাকায় কাদের ও টিপু গ্রুপের মারামারি

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ মোগলটুলী এলাকায় স্থানীয় সাবেক কাউন্সিলর আবদুল কাদের ও যুবলীগ নেতা মোস্তফা কামাল টিপু অনুসারী দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে মোগলটুলী মগপুকুর এলাকায় এ মারামারির ঘটনা ঘটে।
এ ঘটনায় সাবেক কাউন্সিলর আবদুল কাদের গ্রুপের রহিম নামে একজন ছুরিকাঘাতে আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানা গেছে, মোগলটুলী বাজার মোড়ে আবদুল কাদের ও মোস্তফা কামাল টিপুর অনুসারীদের মধ্যে হাতাহাতি হয়। পরে উভয় গ্রুপর ছুরি নিয়ে মারামারিতে জড়ায়। ঘটনার পরপরই ডবলমুরিং থানা ও সদরঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন বলেন, মোগলটুলী বাজার এলাকায় দুইটি গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।