নিষিদ্ধ হওয়ার আগেই উইচ্যাট

চীনা কোম্পানি টেনসেন্টের ম্যাসেজিং অ্যাপ উইচ্যাট বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ সেপ্টেম্বর দেশটিতে বন্ধ হতে পারে উইচ্যাট।

তাই অ্যাপ স্টোর ও গুগল প্লেতে নিষিদ্ধ হওয়ার আগেই মার্কিনীরা অ্যাপটি ডাউনলোড করে রাখছেন। ডাউনলোড সংক্রান্ত তথ্য সংবাদ মাধ্যম রয়েটার্সকে দিয়েছে অ্যাপ বাজার গবেষণাকারী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার। তাদের দেওয়া তথ্য মতে, মাত্র ৬ দিনে যুক্তরাষ্ট্রে উইচ্যাটের ডাউনলোড বেড়েছে ৪১ শতাংশ।

যুক্তরাষ্ট্রে উইচ্যাটের ব্যবহারকারী সংখ্যা খুব বেশি নয়। তবে অ্যাপটি বন্ধ হলে চীনে অবস্থানরত বন্ধু-বান্ধব, পরিবারের সঙ্গে যোগাযোগ করা মুশকিল হবে। ব্যবসায়িক কাজে যোগাযোগের ক্ষেত্রেও সমস্যায় পড়বেন উভয় দেশের ব্যবহারকারীরা।

তাই বিকল্প হিসেবে ‘সিগনাল’ অ্যাপটি ডাউনলোড করে রাখছেন অনেকে। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো আমেরিকান অ্যাপটি চীনের সেন্সরশিপ সিস্টেম ‘গ্রেট ফায়ার ওয়াল’ এর বাধায় এখনও আটকা পড়েনি। সরাসরি সিগনালের ওয়েবসাইট থেকেই অ্যাপটি ডাউনলোড করা যায়।

এক সপ্তাহের মধ্যে চীনে অ্যাপটির ডাউনলোড বেড়েছে ৯০ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে বেড়েছে ৩০ শতাংশ।