হাজার হাজার দরিদ্র মহিলা স্বাবলম্বী

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার গহিরায় ১৯৬৪ সালে মরহুম একে এম ফজলুল কবির চৌধুরী বেলজিয়ামের ফাদার পীরের সহায়তার প্রতিষ্টা করেন্ রাউজান উপজেলা শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতি । প্রতিষ্টার পর থেকে রাউজান উপজেলা শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতি এলাকার দরিদ্র পরিবারের লোকজনকে সংঘবদ্ব করে ক্ষুদ্র ব্যবসা, হাসঁ,মুরগী পালন, গবাদী পশু পালন কাজে স্বল্প সুদে ঋন দিয়ে দারিদ্র বিমোচনে কাজ করে আসছে । রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় হাজার হাজার নারী পুরুষ রাউজান উপজেলা শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতি থেকে স্বল্প সুদে ঋন নিয়ে স্বাবলম্বী হয়ে স্বাছন্দে পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করছেন । রাউজান উপজেলা শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতির প্রতিষ্টাতা মরহুম একে এম ফজলুল কবির চৌধুরীর সুযোগ্য সন্তান রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি নিজের পিতা একে এম ফজলুল কবির চৌধুরীর প্রতিষ্টিত রাউজান উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির কার্যলয়ে গত ৫ বৎসর পুর্বে ্এলাকার দরিদ্র মহিলার্দে স্বাবলম্বী করার লক্ষ্যে তার মাতা মরহুমা সাজেদ কবির চৌধুরীর নামে সাজেদা কবির সেলাই প্রশিক্ষন কেন্দ্র প্রতিষ্টা করেন । সেলাই প্রশিক্ষন প্রদানের জন্য ৪০ টি সেলাই মেশিন সহ আসবাব পত্র প্রদান করেন । গত ৫ বৎসরে সলাই প্রশিক্ষন কেন্দ্রে সেলাই প্রশিক্ষন নিয়ে হাজার হাজার দরিদ্র পরিবারের মহিলা নিজেরাই সেলাই কাজ করে স্বাবলম্বী হয়ে পরিবার পরিজন নিয়ে স্বাছন্দে জীবন যাপন করছেন । রাউজান উপজেলা শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতি কার্যলয়ে প্রতিদিন দু সিফট করে প্রতি সিপটে ২০ জন করে ৪০ জন মহিলাকে সেলাই প্রশিক্ষন প্রদান করেন বলে জানান সেলাই কাজের প্রশিক্ষক ঝিনুক আকতার । রাউজান উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান রাউজান পৌরসভার কাউন্সিলর কাজী ইকবাল বলেন, রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর প্রতিষ্টিত সাজেদা কবির চৌধুরী সেলাই প্রশিক্ষন কেন্দ্র থেকে সেলাই প্রশিক্ষন নিয়ে মহিলারা সেলাই কাজ করে যে টাকা আয় করে, ঐ টাকা দিয়ে পরিবার পরিজন নিয়ে স্বাছন্দে জীবন যাপন করছেন ।