ফিরিঙ্গীবাজার ওয়ার্ড যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বৃক্ষরোপনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের সদ্য বিদায়ী কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব। এতে আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা শফিকুল আলম দোভাষ, মহানগর যুবলীগ সদস্য খোরশেদ আলম রহমান, সাবেক ছাত্রনেতা তাজউদ্দিন রিজভী, সাইফুদ্দিন আহমেদ, মহানগর যুবলীগ সদস্য তানভীর আহমেদ রিংকু, জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা আবু বক্কর সেলিম, আবদুল হান্নান ফেরদৌস, নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা আবদুল আজিজ, এনামুল হক, তারাপদ দাশ, আবদুল মতিন, যুবলীগ নেতা হুমায়ুন মোর্শেদ শাকিল, জামাল উদ্দিন মাসুদ, আবদুল গফুর সুমন, সামিউল হাসান রুমন, মহানগর ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক অসিউর রহমান, যুবলীগ নেতা মোহাম্মদ আজম, নগর ছাত্রনেতা অনিন্দ্য দেব, যুবলীগ নেতা আমিনুল ইসলাম শাহেদ, শামসুল আলম, ছাত্রলীগ নেতা মো. রায়হান, মো. নাবেদ।
প্রধান অতিথি আলহাজ¦ হাসান মুরাদ বিপ্লব বলেন, বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তার মৃত্যু নেই। তিনি চিরঞ্জীব। কেননা একটি জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি তিনিই। যতদিন এ রাষ্ট্র থাকবে, ততদিন অমর তিনি। সমগ্র জাতিকে তিনি বাঙালি জাতীয়তাবাদের প্রেরণায় প্রস্তুত করেছিলেন ঔপনিবেশিক শাসক-শোষক পাকবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে। তাই চিরঞ্জীব তিনি এ জাতির চেতনায়। বঙ্গবন্ধু কেবল একজন ব্যক্তি নন, এক মহান আদর্শের নাম। যে আদর্শে উজ্জীবিত হয়েছিল গোটা দেশ। বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র আর ধর্মনিরপে দর্শনে দেশের সংবিধানও প্রণয়ন করেছিলেন স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব।











