শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীতে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচু খাইন এলাকার বিপরিত দিকে চট্টগ্রাম নগরীর মোহরা অংশে একটি ডলফিন মৃত অবস্থায় ভেসে থাকতে দেখে স্থানীয়রা ।
নদীতে স্থানীয় লোকজন নৌকায় করে বেড়ানোর সময়ে মৃত ডলফিনটি দেখেতে পায় । নৌকায় করে বেড়ানো কয়েকজন তরুন জানান, চট্টগ্রম নগরীর মোহরা ওয়াসার পাশে হালদা নদীতে মৃত ডলফিনটি দেখে তারা মোবাইলে ছবিটি ধারন করেন । মৃত ডলফিনটি কেউ উদ্বার করেনি । বেড়াতে যাওয়া তরুন আবদুল্ল্যাহ আল মামুন বলেন ডলফিনটি কয়েকদিন পুর্বে মারা গেছে । ডলফিনটির মাথার অংশ কাটা দেখা যায়। হালদা গবেষক চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের প্রানীবিদ্যা বিভাগের অধ্যাপক মঞ্জরুল কিবরিয়া বলেন, হালদায় প্রতিনিয়ত অতি বিপন্ন প্রানী ডলফিন মারা যাচ্ছে। বেশীর ভাগ ডলফিন আঘাত জনিত কারনে মারাযাওয়ার প্রমান পাওয়া গেছে । সর্বশেষ গত ১৪ আগষ্ট শুক্রবার যে ডলফিনটি মারো গেছে ঐ ডলফিনের শরীওে ও আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। হালদা গবেষক চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের প্রানীবিদ্যা বিভাগের অধ্যাপক মঞ্জরুল কিবরিয়া আরো বলেন, এলাকার লোকজনের কাছ থেকে জানতে পেরেছি, হালদা নদীতে রাতে ১০ থেকে ১২ টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হয়। ড্রেজারের পখার আঘাতে ডলফিনটি মারা যেতে পারে।











