হাটহাজারী উপজেলার কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। ১৫ আগস্ট কর্মসূচির মধ্যে ছিল সকালে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা,চলচ্চিত্র প্রদর্শন, ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠ,রচনা ও হামদ- নাত প্রতিযোগিতা এবং দোয়া মাহফিল।বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কুদ্দুস। সিনিয়র শিক্ষক মো. বাদশা আলমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পরিচালনা পরিষদের প্রাক্তন শিক্ষানুরাগী সদস্য শাহনেওয়াজ হোসাইন চৌধুরী, অভিভাবক সদস্য সোহরাব হোসাইন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক এস এম জুলফিকার। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মৌলানা নুরুল আবছার শরীফ,অরুন কুমার দে,মনির আহম্মদ, কবিতা আবৃত্তি করেন মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ ইমরানল হক, শিক্ষার্থীদের মধ্যে ভার্চুয়াল প্লাটফর্মে বক্তব্যে অংশগ্রহণ করেন আহমদ নেওয়াজ,মো. আইনুল ইসলাম, মো. নাফিস,মো মেহরাব, মাইমুনুর রশিদ প্রমুখ।সবশেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্য শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আবছার শরীফ।











