লোহাগাড়ায় পুলিশের জালে ৪ চোর ধরা : চোরাইকৃত মালামাল উদ্ধার

লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়ায় চোরাইকৃত মালামালসহ ৪ চোরকে হাতে নাতে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগষ্ট) দুপুরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ চোরকে আটক করা হয়।
অভিযানে আটককৃতরা হল- উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া মনির আহমদ পাড়ার মৃত হাকিম আলীর পুত্র আহম্মদ ছাফা প্রকাশ লালু (৫০), চুনতি ইউনিয়নের সোলতান মৌলভী পাড়ার আবদুল আলিমের পুত্র ইয়াহিয়া(৩২), পদুয়া ইউনিয়নের মাস্টার পাড়ার আবদুস সবুরের পুত্র দেলোয়ার(২৩) ও পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘী খন্দকার পাড়ার মৃত আলি আহমদের পুত্র আকতার হোসেন প্রকাশ লেঙ্গা(৪০)।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গত ৫ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরম্বা নয়া বাজারে আতিয়ার পাড়ার আহমদ হোসেনের পুত্র মোঃ পারভেজের মালিকানাধীন আল-মদীনা ক্লথ ষ্টোর নামক কাপড়ের দোকান ও পার্শ্ববর্তী রহিম সওদাগরের মুদি দোকানে প্রবেশ করে প্রায় ২ লক্ষ ৫৩ হাজার ৫৪৬ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। পরবর্তীতে দোকানের সিসি ক্যামরায় রেকর্ডকৃত ভিডিও অনুযায়ী চোরদের শনাক্ত করে পুলিশ। অবশেষে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এসআই অজয় দেব শীলের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত মালামালসহ ৪ চোরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় চুরির মামলা (লোহাগাড়া থানার মামলা নং-২০, তারিখ-১৪/০৮/২০২০ইং) রুজু করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।