মাইজভান্ডার দরবার শরীফে রাউজান প্রেস ক্লাব নেতৃবৃন্দ

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে উপস্থিত হয়ে মাইজভান্ডারী ত্বরিকার প্রবর্তক হজরত গাউছল আজম আহম্মদ উল্লাহ মাইজভান্ডারী, হজরত গোলামুর রহমান বাবা ভান্ডারী, অছিয়ে গাউছল আজম দেলোয়ার হোসাইন মাইজভান্ডারী, বিশ^ অলি শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারী, শফিউল বশর মাইজভান্ডারীর রওজা শরীফ জেয়ারত করেন । জেয়ারত শেষে মাইজভান্ডার দারবার শরীফে দৈনিক সমকালের সম্পাদক মরহুম গোলাম সরওয়ার,দৈনিক আজাদী সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদ, দেনিক পুর্বকোনের সম্পাদক মরহুম ইউছুফ চৌধুরী, কৃতিমান সাংবাদিক আতাউল হাকিমের স্মরনে দোয়া মাহফিলের আয়োজন করা হয় । রাউজান প্রেস ক্লাবের নব নিবাচিত সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও নব নিবাচিত সাধারন সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়েরের সঞ্চলনায় অনুষ্টিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য মীর আসলাম, সাবেক সভাপতি ও নির্বাহী মাওলানা এম বেলাল উদ্দিন, প্রদীপ শীল, রাউজান প্রেস ক্লাবের নব নিবাচিত সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সাবেক সাধারন সম্পাদক নিবাহী সদস্য এস এম ইউছুফ উদ্দিন, রাউজান পরিবেশ আন্দোলন কমিটির সচিব এম এন নুরুল আবছার, সাংবাদিক হবিবুর রহমান, আরফাত হোসেন, শাহাদাৎ হোসেন সাজ্জাদ প্রমুখ। দোয়া মাহফিলে সমকালের সম্পাদক মরহুম গোলাম সরওয়ার, দৈনিক আজাদী সম্পাদক মহেুম অধ্যাপক মোহাম্মদ খালেদ, দৈনিক পুর্বকোণের সম্পাদক মরহুম ইউছুফ চৌধুরী রাউজানের কৃতিমান সাংবাদিক মরহুম আতাউল হাকিমের আতর্œার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য আল্লামা এম বেলাল উদ্দিন ।