বিশ^ অলি শাহানশাহ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট্রের অধিনে পরিচালিত নোয়াজিশপুর মঈনীয় আজিজিয়া মাদ্রাসার প্রতিষ্টাতা ও রাউজান উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি কুতুব উদ্দিন সিকদারের পিতা আল্লামা আবদুল ছবুর আল কাদেরী গত ১২ আগষ্ট বুধবার দিবাগত রাতে বাধ্যকজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না এলাহি রাজেউন ) গতকাল ২৩ আগষ্ট বৃহস্পতিবার বাদে জোহর মরহুম আল্লামা আবদুল ছবুর আল কাদেরীর জানাজার নামাজ নোয়াজিশপুর নতুন হাট সরকারী প্রথিমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয় । শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট্রের গঠিত টিমের সদস্যরা স্বাস্থ্য বিধি মেনে আল্লামা আবদুল ছবুর আল কাদেরীর লাশের কাফন পড়িয়ে তার পারিবারিক কবরস্থানে দাফন করেন ।আল্লামা আবদুল ছবুর আল কাদেরীর মৃত্যুতে বিশ^ অলি মাহান শাহ জিযাউল হক ,মাইজভান্ডারী ট্রাস্ট, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি, রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃ›দ্বরা শোক প্রকাশ করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।