অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক যুবক

মিরসরাই উপজেলার দক্ষিণ মিরসরাই বাজার এলাকায় অভিযান চালিয়ে বিদেশি রিভলবারসহ সাহেদ আহম্মেদ রিয়াজ (২৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) র‌্যাবের একটি টিম তাকে আটক করে।

আটক সাহেদ আহম্মেদ রিয়াজ মিরসরাই উপজেলার জোডপুলী এলাকার ফরিদ আহম্মেদের ছেলে। তিনি অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, দক্ষিণ মিরসরাই বাজার এলাকায় অভিযান চালিয়ে বিদেশি রিভলবারসহ সাহেদ আহম্মেদ রিয়াজ নামে একজনকে আটক করা হয়েছে। তাকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. মুশফিকুর রহমান বলেন, আটক সাহেদ আহম্মেদ রিয়াজ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত।