চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নিবার্হী সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া আস্তানায়ে জহির ভান্ডারের সাজ্জাদানশীন পীরজাদা মুহাম্মদ মহরম হোসাইন মাইজভান্ডারি আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন।

এদিকে পীরজাদা মুহাম্মদ মহরম হোসাইন মাইজভান্ডারি আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হওয়ায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানান।
অভিনন্দন জানানো বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের মধ্যে রয়েছে, জমিয়তে মঈনুল হাদী গাউছে মাইজভান্ডারী কমিটি বাংলাদেশের সমন্বয়কারী মাওলানা কামরুল ইসলাম রাশেদ মাইজভান্ডারি, বাংলাধারা ডটকম এর বার্তা সম্পাদক সাংবাদিক মো. নুরুল মোস্তফা, ব্যবসায়ী মেহের উল্লা, ৯০ দশকের সাবেক ছাত্রনেতা জিয়া আবেদীন আহসান, বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দীন, মহানগর যুবলীগ নেতা হুমায়ুন কবির মাসুদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগনেতা একেএম আজগর আলী, চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীন, মহানগর যুবলীগ নেতা সাহেদ হোসেন টিটু, মহানগর যুবলীগ নেতা হাবিব খান, ডবলমুরিং থানা যুবলীগ নেতা মো জনি, ওয়ার্ড শ্রমিক লীগ নেতা মো. মহিউদ্দিন, ছাত্রলীগ নেতা সাজ্জাত তালুকদার, মুসাফির সদস্য আকলিমা আকতার মনি, মো. ইরফান প্রমুখ।
উল্লেখ্য আওলাদে রাসূল গাউছেজামান হযরত শাহসূফী ছৈয়দ শফিউল বশর মাইজভান্ডারি (ক.) এর ফয়েজপ্রাপ্ত খলিফা অাধ্যাত্মিক কামেল পুরুষ হযরত শাহসূফী মো. জহিরুল হক মাইজভান্ডারি কনিষ্ঠ পুত্র ও ব্রাহ্মণবাড়িয়া আস্তানায়ে জহির ভান্ডারের সাজ্জাদানশীন পীরজাদা। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। এবং আর্তমানবতা মূলক সামাজিক সংগঠন মুসাফির এর আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।