জোয়ারের পানিতে ভেসে এলো মরদেহ

আনোয়ারা উপকূলে জোয়ারের পানিতে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের একজনের মরদেহ ভেসে এসেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বাইগ্যার ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে সাগরে মাছ ধরতে গেলে সৈকত পাড়ে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর পুলিশকে জানানো হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। লাশটির কোমরে গামছা বাঁধা ছিল। এখনো পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।