চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার চার

বায়েজিদ এলাকাসহ বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে গ্রাম এলাকায় বিক্রির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
৮ জুলাই থেকে টানা দুইদিন চট্টগ্রাম নগর, বাঁশখালী ও চকরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার চারজন হলো- মো. আব্দুল হাকিম প্রকাশ ড্রাইভার হাকিম (৪০), মো. ইউনুস (৩১), মো. জসিম উদ্দিন (৩৭) ও মো. তানভির (২৫)। তাদের বাড়ি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার বলেন, ২ আগস্ট বায়েজিদ এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। অভিযোগ তদন্ত করতে গিয়ে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়। পরে চট্টগ্রাম নগর, বাঁশখালী ও চকরিয়া এলাকায় টানা দুইদিন অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এ চক্রটি নগরের আরও বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করেছে। তাদের বিরুদ্ধে মামলাও রয়েছে বলে তথ্য দেন পরিত্রান তালুকদার।