বৈদ্যতিক পাকার সাথে ঝুলে থাকা নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ নগরীর ইপিজেড থানার অতি সন্নিকটে একটি ভাড়ায় বাসা খেকে কর্মী আঁখি (২১) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

৭ আগষ্ট নগরীর ইপিজেড থানার অতি সন্নিকটে ব্যাংক কলোনী(আমীর সাধুর রোডে)একটি ভাড়ায় বাসায় গলায় ফাঁস দিয়ে এক গার্মেন্টস কর্মী আত্ম-হত্যা করেছেন বলে থানা সূত্রে জানাগেছে। ৭ আগষ্ট শুক্রবার ভোরে গার্মেন্টস কর্মী আঁখি (২১), পিতা-মোঃ জামাল, সাং-হাতিয়া-স্বন্দীপ, চট্টগ্রাম কে প্রতিবেশীরা সকালে ঘুম থেকে উঠে জানা দিয়ে বৈদ্যতিক পাকার সাথে ঝুলে থাকতে দেখে নিকটস্থ থানা পুলিশ কে খবর দেন। খবর পেয়ে পুলিশে এসে ঝুলন্ত গার্মেন্টস কর্মী আঁখি (২১) পাশের ঘরের মেয়েদের মাধ্যমে লাশ নামিয়ে প্রাথমিক ভাবে পর্যাবেক্ষন করে নিশ্চিত হন আত্ম-হত্যার বিষয়টি। পরে নিকটস্থ ইপিজেড থানা লাশ এনে ময়না তদন্তের জন্য চমেক মর্গে নিবেন বলে কর্তৃব্যরত ডিউটি অফিসার সংবাদ মাধ্যম কে জানিয়েছেন। নিহতের আত্মীয়-স্বজনরা থানায় এসে ঠিক কি কারণে আত্ম-হত্যা করেছেন আখিঁ তা জানাতে পারেন নি বলে দায়িত্বরত পুলিশ অফিসার জানান, এব্যাপারে একটি অপমুত্যর ডাইরী করা হয় বলে থানা সূত্রে জানায়।