পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মিরসরাই প্রতিনিধি:: মিরসরাই উপজেলার ৭ কাটাছরা ইউনিয়নের তেতৈয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার সিদ্দিকুর রহমান মাস্টার বাড়িতে এই ঘটনা ঘটেছে। নিহতরা হলো তাসফিয়া তাবাচ্ছুম (৬) ও তাসফীন আক্তার মারিয়া (৬)। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো বোন। তারা ওই বাড়ির শাজাহাজান খানসাব ও মোশারফ হোসেন সুমনের শিশু কন্যা। এলাকার বাসিন্দা মোহাম্মদ আরিফ জানান, দুপরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় দুই বোন। তাদের সাড়াশব্দ না পেয়ে চারিদিকে খোঁজ করেও তাদের সন্ধান মেলেনি। পরে পুকুরে তাদের লাশ ভাসতে দেখা যায়। পুরো এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ৭নং কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ন বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। পিতা মাতা যেন তাদের সন্তান হারানোর শোক সইতে পারেন এই দোয়া করি।