আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল কোভিড ১৯ আইসোলেশন এন্ড ফ্লু কর্ণার ফতেয়াবাদ। ছাত্রনেতা কে এম মিনহাজ মাছুম বাবু’র উদ্যোগে ডাক্তার মাহামুদুল ইউসুফের পরিচালনায় আজ বিকাল ৫টায় ফতেয়াবাদ হাই স্কুলের নতুন মার্কেটে আইসোলেশন এন্ড ফ্লু কর্ণার চালু করা হয়। হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরী ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে ফ্লু কর্ণার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম রাশেদ, এম ইলিয়াছ আলী, ফতেয়াবাদ ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল হালিম, যুব সংগঠক সাইফুল তালুকদার, ডাক্তার মাহমুদুল ইউসুফ, আইনজীবী শাহাদাত হোসেন আফনান, ডাক্তার ইফফাত খানম রাইসা, এস এম নিজাম উদ্দিন, এম এ মতিন, সহ অসংখ্য তরুণ সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এসময় খতমে কুরআন ও দোয়া করেন ফতেয়াবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান মাওলানা আলহাজ্ব মফজল আলম।










