ফটিকছড়ি কোভিড হাসপাতালে ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের এম্বুলেন্স প্রদান

ইউনুস মিয়া,ফটিকছড়িঃ
ফটিকছড়ি কোভিড হাসপাতালের জন্য একটি এম্বুলেন্স প্রদান করেছে ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশন। আজ(শুক্রবার) বিকালে এ এম্বুলেন্সটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সায়েদুল আরেফিনের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ। বক্তব্য রাখেন, ফটিকছড়ি পৌরসভা মেয়র ইসমাইল হোসেন, ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ্ কুরাইশী, ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দিন মাহমুদ জুয়েল, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, ডা. জয়নাল আবেদীন মুহুরী, ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের মুখপাত্র আহমেদ এরশাদ খোকন, নাজিরহাট পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল উদ্দিন। এই এম্বুলেন্সের চালকের বেতন, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ সহ যাবতীয় খরচ ফাউন্ডেশনের চেয়ারম্যান আখতার উদ্দিন মাহমুদ পারভেজ বহন করবেন বলে জানান মুখপাত্র আহমেদ এরশাদ খোকন।