সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের প্রধান সম্পাদক গেদুচাচা খ্যাত সাংবাদিক, কলাম লেখক ও সংগঠক খোন্দকার মোজাম্মেল হক মারা গেছেন। (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার (২৯ জুন) বিকেল ৪টায় তিনি ইন্তেকাল করেন ।
জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
পরিবারের বরাত দিয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।
বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ফেনীর এই কৃতী সাংবাদিক। এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। গত ২৭ জুন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও রোববার অবনতি হয়।