পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে আলা উদ্দিন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পেকুয়া সদর ইউপির সৈকত পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক একই এলাকার মৃত ওবাইদুল হোসেনের ছেলে।
ইউপি সদস্য রিদুয়ানুল হক বিদ্যুৎ স্পৃষ্টে যুবক আলা উদ্দিনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, তার বাড়িতে বিদ্যুৎ না থাকার কারণে পার্শ্ববর্তী বাড়ি থেকে বিদ্যুতের সাইট লাইন নিচ্ছিলেন। ওই সময় বিদ্যুত তারের শর্ট সার্কিট থেকে বিদ্যুত স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
পেকুয়া থানার ওসি কামরুল আজমকে এবিষয়ে কেউ অবগত করেনি বলে জানান।