‘উন্নয়ন চাইলে আবারো নৌকার প্রার্থীদেরকে বিজয়ী করুন’

বাংলাদেশ এখন ভাসছে উন্নয়নের জোয়াওে, যেদিকে তাকাবেন সেদিকে দেখবে শেখ হাসিনার উন্নয়ন

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুন বলেছেন, বাংলাদেশ এখন ভাসছে উন্নয়নের জোয়ারে। যেদিকে তাকাবেন সেদিকে দেখবে শেখ হাসিনার উন্নয়ন। একমাত্র নৌকা মার্কার সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়।

আজ বুধবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চট্টগ্রাম-৯ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ডা. আফছারুল আমিন, চট্টগ্রাম-১১ এম এ লতিফ, চট্টগ্রাম-৮ মঈনুদ্দিন খান বাদল এর পক্ষে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম কেন্দ্রের আয়োজনে গণসংযোগ ও সরকারের ১০ বছরের উন্নয়ন কর্মকা-ের প্রচারণা পত্র বিলি ও উপস্থিত সম্মানীত ভোটারদের উদ্দেশ্যে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট প্রার্থণাকালে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মহাজোটের প্রার্থীদেরকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। জঙ্গীবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

নগরীতে গণসংযোগকালে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সহ সভাপতি প্রকৌশলী এনামুল বাকী, প্রকৌশলী চৌধুরী আনিসুল হক, প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রকৌশলী প্রবীর কুমার সেন, প্রকৌশলী খোরশেদ উদ্দিন আহমেদ বাদল, যুগ্ম সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার দে, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রাজীব বড়–য়া, প্রকৌশলী মো. শাহজাহান, মো. কাউছার, প্রকৌশলী দেওয়ান সামিনা ভানু, প্রকৌশলী মাকসুদ আলম, প্রকৌশলী তৌকির আহম্মেদ চৌধুরী, প্রকৌশলী মঞ্জুর আলম মঞ্জু, প্রকৌশল মোহাম্মদ আবুল হাসেম, প্রকৌশলী শেষাদ্রী বড়–য়া প্রমুখ।

নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন আইইবি চট্টগ্রাম কেন্দ্র থেকে ৮টি ট্রাক যোগে গণসংযোগ ও সরকারের ১০ বছরের উন্নয়ন কর্মকা-ের প্রচারণা শুরু হয়। পরে ব্যারিস্টার নওফেলের পক্ষে কাজীর দেউড়ী, জামালখান, আন্দরকিল্লা, টেরীবাজার, বক্সিরহাট, ফিরিঙ্গীবাজার, এম এ লতিফের পক্ষে মাদারবাড়ী, আগ্রাবাদ, সল্টগোলা ক্রসিং, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড, ডা. আফছারুল আমীনের পক্ষে হালিশহর, নয়াবাজার, সবুজবাগ, ২৫নং রামপুরা ওয়ার্ড, ২৪ নং উত্তর আগ্রাবাদওয়ার্ড, দেওয়ানহাট মোড় হয়ে খুলশী আবাসিক এলাকা, মঈনুদ্দিন খান বাদলের পক্ষে বায়েজিদ, অক্সিজেন, মুরাদপুর, বহদ্দারহাট, পুরাতন চান্দগাঁও, রাস্তার মাথা, হামিদ চর এলাকায় তাদের পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে ও সরকারের ১০ বছরের উন্নয়ন কর্মকা-ের প্রচারণা প্রজেক্টরের তথ্য চিত্রগুলো তুলে ধরা হয়। আগামী ২৮ ডিসেম্বর সকাল থেকে যার যার অবস্থান থেকে স্বত:স্ফুর্তভাবে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।