পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
শেখ আহমদ। পেকুয়া বাজারে দীর্ঘ কয়েক বছর ধরে ক্ষুদ্র ব্যবসা করে আসছেন। বিগত ১বছর আগে তিন লাখ টাকার পুঁজি দিয়ে ক্ষুদ্র ব্যবসাকে বড় পরিসরে করলেন একটি কুলিং কর্ণার। সেই শেষ সম্বল কুলিং বর্ণারটি পুড়ে ছাই হয়ে গেল।
ঘটনাটি ঘটেছে, রবিবার রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে। খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিস স্টেশনের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজারে ব্যবসায়ী শেখ আহমদের চায়ের দোকান মধ্যরাতে হঠাৎ আগুন লাগে । আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে পেকুয়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। শেখ আহমদ সওদাগরের দোকানের পিছনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা। এই সময় শেখ আহমদের মিষ্টি পান বিতান ও কুলিং কর্ণার পুড়ে ছাই হয়ে যায়। ওই ব্যবসায়ীর অন্তত তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত শেখ আহমেদ জানান, তিলে তিলে গড়া আমার একটি মাত্র ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিবারের উপার্জনক্ষম ও তার একমাত্র অবলম্বন। দোকান বন্ধ করে রাত সাড়ে এগারটার দিকে বাড়িতে যাই। মধ্যরাতে শুনতে পাই আমার দোকানে আগুন লেগেছে। ছুটে এসে দেখি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পেকুয়া বণিক সমিতির সভাপতি মিনহাজ উদ্দিন জানান, আগুন লাগার বিষয়টি বাজারের পাহারাদার আমাকে অবগত করেছে। তাৎক্ষণিকভাবে আমি ফায়ার সার্ভিস স্টেশন ও পল্লী বিদ্যুৎ পেকুয়া সাব জোনাল অফিসের খবর দিয়েছি। পরে ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কোথায় থেকে এখনও জানা নিশ্চিত হওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত শেখ আহমদ খুব অসহায় পরিবারের লোক। বিষয়টি উপজেলা পরিষদ ও প্রশাসনকে অবগত করেছি।