আলো ছড়াচ্ছে অদুদিয়া উচ্চ বিদ্যালয়


শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানের নেয়াজিশপুরে দানবীর আবদুল অদুদ চৌধুরীর প্রতিষ্টিত নোয়াজিশপুর ফতেহ নগর অদুদিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ৬৫ বৎসর ধরে। পর পর তিন বৎসর ধরে এস এস সি ও জে, এসসি পরিক্ষায় শতভাগ পাশ করে রাউজানের অন্যতম শিক্ষা প্রতিষ্টান হিসাবে রাউজান ও চট্টগ্রামে ব্যাপক পরিচিতি লাভ করেছে নোয়াজিশপুর ফতেহ নগর অদুদিয়া উচ্চ বিদ্যালয় । রাউজান উপজেলার ১৫ নং নোয়াজিশপুর ইউনিয়নের বাসিন্দ্বা দানবীর ও শিক্ষানুরাগী মরহুম আবদুল অদুদ চৌধুরী ১৯৬৫ সালে প্রতিষ্টা করেন নোয়াজিশপুর ফতেহ নগর অদুদিয়া উচ্চ বিদ্যালয় । নোয়াজিশপুর ফতেহ নগর অদুদিয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্টা লগ্ন থেকে নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহ নগর, নোয়াজিশপুর, পশ্চিম ফতেহ নগর, নদীম পুর, চিকদাইর দক্ষিন সর্তা, চিকদাইর, ফটিকছড়ি উপজেলার আবদুল্লাহ পুর, জাফত নগর এলাকার ছেলে মেয়েরা নোয়াজিশপুর ফতেহ নগর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া কওে আসছে । নোয়াজিশপুর ফতেহ নগর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বিশ^বিদ্যালয়ের শিক্ষক, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবি পদে অধিষ্টিত । এছাড়া ও নোয়াজিশপুর ফতেহ নগর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকে সরকারী বেসরকারী প্রতিষ্টানে উচ্চ পদস্থ কর্মকর্তা রয়েছে । সরকারী বেসরকারী ব্যাংকের উচ্চ পদস্ত কর্মকর্তা পদে আসিন রয়েছে নোয়াজিশপুর ফতেহ নগর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী । নোয়াজিশপুর ফতেহ নগর অদুদিয়া উচ্চ বিদ্যালয়টি গত কয়েক বৎসরের মধ্যে রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর একান্ত প্রচেষ্টায় ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার্দি সিকদারের প্রচেষ্টায় ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে । নোয়াজিশপুর ফতেহ নগর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ে বর্তমানে ১৩ জন এমপি ও ভুক্ত শিক্ষক ৩জন স্কুলের সৃষ্টি বেতনে নিয়োগ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা সহ ১৬ জন শিক্ষক শিক্ষিকা ৬শত জন শিক্ষার্থীকে পাঠাদান করছেন । নোয়াজিশপুর ফতেহ নগর অদুদিয়া উচ্চ বিদ্যালয় পর পর তিন বৎসর ধরে এস এস সি ও জে, এসসি পরিক্ষায় শতভাগ পাশ করে রাউজানে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টান হিসাবে পরিচিত লাভ করেছেন । এবারের এস এস সি পরিক্ষায় শতভাগ পাশ করা ছাড়া ও ৯ জন শিক্ষার্থী জিপি – এ- ৫ পেয়েছে । নায়াজিশপুর ফতেহ নগর অদুদিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার্দি সিকদার বলেন,নিয়মিত অভিবাবক সমাবেশ ও স্কুলে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত ও স্কুল পরিচালনা কমিটির সদস্য শিক্ষকদের নিয়ে কয়েকটি টিম গঠন করা হয় । একজন শিক্ষার্থী একদিন স্কুলে অনপস্থিত হলে টিম শিক্ষার্থীর বাড়ীতে গিয়ে অনুপস্থিত কারন নির্ণয়, রাতে শিক্ষার্থীরা ঘরের মধ্যে বসে লেখাপড়াি করছেন কিনা স্কুল পরিচালনা কমিটির সদস্য শিক্ষকদের নিয়ে গঠিত টিম নিয়মিত তদারকি করায় গত তিন বৎসর ধরে এস এস সি ও জে এস এস সি পরিক্ষায় শিক্ষার্থীরা শতভাগ পাশ করতে সক্ষম হয়েছে ্ ।