কুতুবদিয়ায় উত্তক্ত কাজে বাঁধা দেয়ায় পিতাকে মারধর

লিটন কুতুবী:
কুতুবদিয়ায় মেয়েকে উত্তক্ত কাজে বাঁধা দিলে দূর্বৃত্তরা নুরুল আলম (৫৫) নামের এক অভিভাবককে মারধরপূর্বক রক্তাক্ত জখম করে। সোমবার (১জুন) সন্ধ্যা ৭টায় কুতুবদিয়া উপজেলার উত্তর বড়ঘোপ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টায় আহত নুরুল আলমের কন্যা মাষ্টার তালেব উল্লাহ স্কুল এন্ড কলেজের শিক্ষিকা ইমরুন নাহার, জান্নাতুল ফেরদাউস বাড়ির সামনে রাস্তায় যায়। এ সময় একই এলাকার নুরুল ইসলাম প্রকাশ পুতিন্যা, রবি আলম, তারেকুল ইসলাম মিলে ইমরুন নাহার ও জান্নাতুল ফেরদাউসকে উত্তক্ত করে। এক পর্যায়ে তাদের পিতা আহত নুরুল আলম ঐ দূর্বৃত্তদের বাঁধা দিলে মারধরপূর্বক গুরুতর রক্তাক্ত জখম করে।
প্রতিবেশীরা আহত নুরুল আলমকে ঘটনাস্থল থেকে উদ্ধার কুতুবদিয়া সরকারি হাসাপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে আহত নুরুল আলমের ছেলে আরিফ নিশ্চিত করেন।