
রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবার পর ঈদের চাঁদ উঠেছে। ২৫শে মে সোমবার শওয়াল মাসের প্রথম দিন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
করোনাভাইরাসের কারণে এবছর কঠোর বিধিনিষেধের মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে ঈদ পালিত হবে।
বাংলাদেশেও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঈদগাহ বা উন্মুক্ত স্থানে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে না। করোনাভাইরাসের বিস্তার রোধে এবারের ঈদের নামাজ ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে বাড়ির কাছের মসজিদে গিয়ে আদায় করার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।
এর আগে বুধবার ১৩ই মে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয় যে ভাইরাসের বিস্তার ঠেকাতে ঈদের সময় যে যেখানে থাকবে তাকে সেখানেই ঈদ উদযাপন করার জন্য ।











